• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মাধবপুরে পৌর পরিষদ ও পৌর সার্ভিস এসোসিয়েশন এর কর্মবিরতি

  • ''
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুর পৌর পরিষদ ও পৌর সার্ভিস এসোসিয়েশন কর্মবিরতি ঘোষণা করেছে। সরকারি টোল আদায়ে বাধা প্রদান এবং পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে মাধবপুর পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীরা এ কর্মবিরতি শুরু করে। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা পৌরসভার নাগরিকরা।

এ ব্যাপারে মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মানিক জানান, গত বৃহস্পতিবার দুপুরে সরকারি টোল আদায়ের সময় কিছু সন্ত্রাসী হামলা করে মাধবপুর পৌরসভার তিনজন কাউন্সিলর ও চারজন কর্মকর্তা কর্মচারীকে আহত করে। বিষয়টি আমাদের অভিভাবক জেলা প্রশাসক মহোদয় সমাধানের চেষ্টা করছেন। সমস্যার সমাধান হলে আমরা আবার কাজ শুরু করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads